menu-iconlogo
huatong
huatong
arijit-chakraborty-phagun-haway-haway-cover-image

Phagun Haway Haway

Arijit Chakrabortyhuatong
snlpaulhuatong
Liedtext
Aufnahmen
তোমার অশোকে কিংশুকে

অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে

তোমার অশোকে কিংশুকে

অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে

তোমার ঝাউয়ের দোলে

মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়

রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়

রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা

তোমার প্রজাপতির পাখা

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা

তোমার চাঁদের আলোয়

মিলায় আমার দুঃখসুখের সকল অবসান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

Mehr von Arijit Chakraborty

Alle sehenlogo

Das könnte dir gefallen