menu-iconlogo
huatong
huatong
avatar

ও প্রিয়তমা-ইমাম

By IMAMhuatong
✿⑅⃝💠IMAM💠🅣︎🅡︎🅝︎࿐huatong
Liedtext
Aufnahmen
ছবি: প্রিয়তমা

শিল্পী: বালাম ও কোনাল

শিরোনাম: ও প্রিয়তমা

:

ছেলে: যত কথা রাখা ছিলো এই বুকে জমা

যত কথা রাখা ছিলো এই বুকে জমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

আমার এ আকাশ নীলে তুমি যে নীলিমা

আমার এ আকাশ নীলে তুমি যে নীলিমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

ও প্রিয়তমা ও প্রিয়তমা

ও প্রিয়তমা আমার প্রিয়তমা

:

ID: <<62090203015>>

:

মেয়ে: যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে

ভালবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে

ছেলে: যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে

ভালবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে

মেয়ে: মনের উঠনে ভেসে যাবে পূর্ণিমা

মনের উঠনে ভেসে যাবে পূর্ণিমা

ছেলে: তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

:

ID: <<62090203015>>

:

মেয়ে: চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে

অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে

ছেলে: চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে

অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে

মেয়ে: তুমি তুমি তুমি শুধু তোমারই উপমা

ছেলে: তুমি তুমি তুমি শুধু তোমারই উপমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

মেয়ে: যত কথা রাখা ছিলো এই বুকে জমা

ছেলে: যত কথা রাখা ছিলো এই বুকে জমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা

ও প্রিয়তমা ও প্রিয়তমা

মেয়ে: আমি প্রিয়তমা তোমার প্রিয়তমা

ছেলে: ও প্রিয়তমা ও প্রিয়তমা

ও প্রিয়তমা আমার প্রিয়তমা

Mehr von By IMAM

Alle sehenlogo

Das könnte dir gefallen