menu-iconlogo
huatong
huatong
avatar

তোমায় কাছে পেয়েছি-ইমাম

By IMAMhuatong
✿⑅⃝💠𝐈𝐌𝐀𝐌✿︎⑅⃝💠🅣︎🅡︎🅝︎࿐huatong
Liedtext
Aufnahmen
শিরোনাম: তোমায় কাছে পেয়েছি

শিল্পী: এন্ড্রু কিশোর ও রুনা লায়লা

ছবি: জীবন মানেই যুদ্ধ

আপলোড বাই ‘ইমাম’

..T..R..N..

ID: <<62090203015>>

:Ready To Sing:

মেয়ে: তোমায় কাছে পেয়েছি

তাই তো আমার সুখের সীমা নাই

হো তোমায় কাছে পেয়েছি

তাই তো আমার সুখের সীমা নাই

টাকা কড়ি চাইনা আমি তোমায় শুধু চাই

আমি তোমায় শুধু চাই

ছেলে: তোমায় বোঝাই কেমনে

আমি অনেক টাকা কড়ি চাই

ও তোমায় বোঝাই কেমনে

আমি অনেক টাকা কড়ি চাই

টাকা ছাড়া এই জীবনের কোন মূল্য নাই

আরে কোন মূল্য নাই

মেয়ে: তোমায় কাছে পেয়েছি

তাই তো আমার সুখের সীমা নাই

ছেলে: হো তোমায় বোঝাই কেমনে

আমি অনেক টাকা কড়ি চাই...

Music

আপলোড বাই ‘ইমাম’

..T..R..N..

ID: <<62090203015>>

:Ready To Sing:

মেয়ে: তুমি আমার সুখের চাবি প্রেমেরই মালা

তোমার বুকে মাথা রেখে জুড়াবো জ্বালা

Short Music

ও তুমি আমার সুখের চাবি প্রেমেরই মালা

তোমার বুকে মাথা রেখে জুড়াবো জ্বালা

ছেলে: আকাশের ঐ চন্দ্র তারায় সাজাবো তোমায়

রংধনুর ঐ রঙ্গিন আভা মাখবো তোমার গায়

মেয়ে: আরে আমার কাছে তোমার চেয়ে দামী কিছু নাই

আহা দামী কিছু নাই

ছেলে: তোমায় বোঝাই কেমনে

আমি অনেক টাকা কড়ি চাই

মেয়ে: ও তোমায় কাছে পেয়েছি

তাই তো আমার সুখের সীমা নাই

Music

আপলোড বাই ‘ইমাম’

..T..R..N..

ID: <<62090203015>>

:Ready To Sing:

মেয়ে: তোমায় নিয়ে গড়বো আমি সুখেরই সংসার

জীবনে মরণে তুমি প্রেমের উপহার

Short Music

ও তোমায় নিয়ে গড়বো আমি সুখেরই সংসার

জীবনে মরণে তুমি প্রেমের উপহার

ছেলে: সোনাদানায় ভরে দেবো আমি যে তোমায়

সাত মহলায় রাখবো তোমায় ফুলের বিছানায়

মেয়ে: না না তোমার বুকে যেন আমি স্বর্গ খুঁজে পাই

আহা স্বর্গ খুঁজে পাই

ছেলে: তোমায় বোঝাই কেমনে

আমি অনেক টাকা কড়ি চাই

টাকা ছাড়া এই জীবনের কোন মূল্য নাই

আরে কোন মূল্য নাই

মেয়ে: তোমায় কাছে পেয়েছি

তাই তো আমার সুখের সীমা নাই

টাকা কড়ি চাইনা আমি তোমায় শুধু চাই

হায়রে তোমায় শুধু চাই

ছেলে: তোমায় বোঝাই কেমনে

আমি অনেক টাকা কড়ি চাই

মেয়ে: ও তোমায় কাছে পেয়েছি

তাই তো আমার সুখের সীমা নাই

Mehr von By IMAM

Alle sehenlogo

Das könnte dir gefallen