menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-amay-nahe-go-bhalobaso-shudhu-cover-image

Amay Nahe Go Bhalobaso Shudhu

Ferdous Arahuatong
mom858688huatong
Liedtext
Aufnahmen
আমায় নহে গো

ভালবাস শুধু ভালবাস মোর গান

আমায় নহে গো

ভালবাস শুধু ভালবাস মোর গান

বনের পাখিরে কে চিনে রাখে

বনের পাখিরে কে চিনে রাখে

গান হ'লে অবসান

ভালবাস মোর গান

চাঁদেরে কে চায়-জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা প'ড়ে থাকে ধূলি মাঝে

চাঁদেরে কে চায়, কে চায়, কে চায়

চাঁদেরে কে চায়-জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা প'ড়ে থাকে ধূলি মাঝে

তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না

তুমি বুঝিবে না, বুঝিবে না-

আলো দিতে কত পোড়ে

কত প্রদীপের প্রাণ

ভালবাস মোর গান

আমায় নহে গো

ভালবাস শুধু ভালবাস মোর গান

যে কাঁটা-লতা আঁখি-জল, হায়

ফুল হ'য়ে ওঠে ফুটে

ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু

ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু

শূন্য পত্র-পুটে

ফুল হ'য়ে ওঠে ফুটে

সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে

কী তৃষা জাগে

সে নদীর হিয়া-তলে

বেদনার মহাসাগরের কাছে

বেদনার মহাসাগরের কাছে কর

কর সন্ধান

ভালবাস মোর গান

আমায় নহে গো

ভালবাস শুধু ভালবাস মোর গান

বনের পাখিরে কে চিনে রাখে

বনের পাখিরে কে চিনে রাখে

গান হ'লে অবসান

ভালবাস মোর গান

আমায় নহে গো

ভালবাস শুধু ভালবাস মোর গান

Mehr von Ferdous Ara

Alle sehenlogo

Das könnte dir gefallen