কি ভুলে গেছ ভুলে আমায়
আড়ালে একা?
হৃদয়ে দেওয়াল তুলে তোমার
হারালে কোথায়?
আমার আকাশে আজ বরিসরন
কালো মেঘে ঢাকা এ মন
ফিরে তো পাবো না
তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার
খুলে মনোদ্বার
ভাঙ্গা মন-আমার
খুঁজে তোমাকেই বারে-বার
কেন হলো এমন?
ভেঙ্গে দিলে এ মন
ফেলে গেলে শুধুরে
এত ভালবাসা
মনের যত আশা
হারিয়ে গেল কোন ঝড়ে?
এই দুচোখ খোঁজে আলোরই রেখা
নেই তোমার দেখা
ফিরে তো পাবো না
তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার
খুলে মনোদ্বার
ভাঙ্গা মন-আমার
খুঁজে তোমাকেই বারে-বার
ওও ক্ষমা করো মোরে ভালবাসা দূরে
সরে গেলে অবহেলায়
ভালোবাসা জানি মিছে আশা মানেই
মন ভাঙ্গা এ খেলায়
কী সুখ পেলে তুমি বলোনা
আমায় করে ছলনা?
ফিরে তো পাবো না
তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার
খুলে মনোদ্বার
ভাঙ্গা মন-আমার
খুঁজে তোমাকেই বারে-বার
কি ভুলে গেছ ভুলে আমায়
আড়ালে একা
হৃদয়ে দেওয়াল তুলে তোমার
হারালে কোথায়?
আমার আকাশে আজ বরিসরন
কালো মেঘে ঢাকা এ মন
ফিরে তো পাবো না
তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার
খুলে মনোদ্বার
ভাঙ্গা মন-আমার
খুঁজে তোমাকেই বারে-বার
ফিরে তো পাবো না
তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার
খুলে মনোদ্বার
ভাঙ্গা মন-আমার
খুঁজে তোমাকেই বারে-বার