menu-iconlogo
huatong
huatong
hridoy-khan-aki-chowa-cover-image

Aki Chowa

Hridoy Khanhuatong
nrhimeshuatong
Liedtext
Aufnahmen
এই পথের বলো শেষ কোথায়

বলবে কি আমায়…

ওওও পাশা পাশি এ ছুটে চলা

মুখে নেই ভাষা।।

আহা একি ছোঁয়া নিশি দিন

শীহরনে কাটে বেলা।।(২)

সময় ফুরিয়ে যায়,স্মৃতি টুকুই থাকে

আবেগী সেই মাখা মাখি

বারে বারে পিছু ডাকে।।

আহা একি ছোঁয়া নিশি দিন

শীহরনে কাটে বেলা।।(২)

আর কখনো পাবো কি তোমায়

দিন কাটে আশায়,

ওওও কাছা কাছি.. কি ছুটে চলা

মনে জাগে আশা।।

আহা একি ছোঁয়া নিশি দিন

শীহরনে কাটে বেলা।।(২)

baby i love you… baby i miss you

baby i love you… baby i miss you..

ওওও…

Mehr von Hridoy Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen