menu-iconlogo
logo

Bhebe Bhebe

logo
Liedtext
ভেবে ভেবে বলি

বন্ধ দু চোখের, নিভু নিভু কালোয়

যে আলোয় ভেসে আস তুমি

মনে হয় মিশে যাই তোমার আরো কাছে

যদি যাও চলে তুমি ঝড়িয়ে বলব যেওনা

ভেবে ভেবে বলি . . .

সে বারের মত করে এবারো ফিরে চাও

পাগল কর আবার আমায়

ঝেড়ে ফেল অভিমান ছুয়ে দেখো এই প্রাণ

দেখবে তুমি যে তোমায় . . জানো কি ?

ভেবে ভেবে বলি , ,la la la la

দিন সুধু চলে যায়

তবু কিছু থেকে যায়

যে কিছুতে থাক তুমি

চোখ ছুয়ে বলে দাও , ভালবাসা নিয়ে যাও

এই রাতে নিরবধি, নেবে কি ?

ভেবে ভেবে বলি

বন্ধ দু চোখের, নিভু নিভু কালোয়

যে আলোয় ভেসে আস তুমি

মনে হয় মিশে যাই তোমার আরো কাছে

যদি যাও চলে তুমি ঝড়িয়ে বলব যেওনা

মনে হয় মিশে যাই তোমার আরো কাছে

যদি যাও চলে তুমি ঝড়িয়ে বলব যেওনা

Bhebe Bhebe von Hridoy Khan - Songtext & Covers