menu-iconlogo
huatong
huatong
avatar

Obujh Bhalobasha

Hridoy Khanhuatong
puppinpuppinhuatong
Liedtext
Aufnahmen
তুমি যদি আমাকে কাছে এসে

ভালবাসো

কি জানি হয় হৃদয়ে

কি করে তো্মায় বোঝাবো

ভালো আর লাগেনা

এত কেন মায়া ?

যত কাছে আমি লাগে সুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা

তুমি যদি আমাকে কাছে এসে

ভালবাসো

না জানি কবে সে সময় আসবে

আমাকে ধরে কাঁদবে

ও দুঃখের পেছনে যত সুখ আছে

একদিন রঙ দেখাবে

কত দিন আর এভাবে বোঝাবো

তো্মাকে

সহেনা এ বাধন দোটানা

ভালো আর লাগেনা

এত কেন মায়া ?

যত কাছে আমি লাগে সুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা

তুমি যদি আমাকে কাছে এসে

ভালবাসো

আজ আমি বলব যে তো্মাকেই চাই

কখনো যদি না পাই

ও শেষ হয়ে যাবে এ জীবনের সাধ

এ ভেবে লাগে সুধু ভয়

যতদিন এ প্রান আছে

আমি রব যে কাছে

তো্মাকে কথা দিলাম

ভালো আর লাগেনা

এত কেন মায়া ?

যত কাছে আমি লাগে সুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা

তুমি যদি আমাকে কাছে এসে

ভালবাসো

কি জানি হয় হৃদয়ে

কি করে তো্মায় বোঝাবো

ভালো আর লাগেনা

এত কেন মায়া ?

যত কাছে আমি লাগে সুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা

ভালো আর লাগেনা

এত কেন মায়া ?

যত কাছে আমি লাগে সুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায়

বাচবনা

Mehr von Hridoy Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen