menu-iconlogo
logo

Max_Ami nei emon ekta sohor

logo
avatar
Joy Shahriarlogo
ℳA̶ᝣ🕸ايمن√logo
In App singen
Liedtext
Dotana_Presents

Ami Nei Emon Ekta Sohor

Joy_Sahriyar

********* *********

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

প্রিয় নামে তোমায় আর ডাকব না

ভালো করে খুব ভালো আর বাসব না..

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

********** ***********

রক্তগোলাপ তবু ফুটবে জানি

মেঘে, নীলে, রোদে হবে কানাকানি

রক্তগোলাপ তবু ফুটবে জানি

মেঘে, নীলে, রোদে হবে কানাকানি

প্রিয় নাম ধরে তোমায় ডাকব না..

ভালো করে খুব ভালো আর বাসব না...

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

************ ************

এত কিছু কখনো আর জানব না

স্মৃতি মুছে ফেল যদি আসব না

এত কিছু কখনো আর জানব না

স্মৃতি মুছে ফেল যদি আসব না

প্রিয় নামে তোমাকে আর ডাকব না..

ভালো করে খুব ভালো আর বাসব না...

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন-একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

প্রিয় নামে তোমাকে আর ডাকব না..

লালা-লালা, লা-লালালা, লালা-না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর...!

Max_Ami nei emon ekta sohor von Joy Shahriar - Songtext & Covers