menu-iconlogo
huatong
huatong
joy-shahriar-moner-majhe-cover-image

Moner Majhe

Joy Shahriarhuatong
paromero57huatong
Liedtext
Aufnahmen
মনের মাঝে বৃষ্টি ব্যাপক ঝরে থেকে থেকে

মনের মাঝেই উথালপাথাল, কেউ কখনো দেখে?

মনের মাঝে ঝড়ঝাপটা বইছে ক্রমাগত

মনের মাঝেই খুনখারাবি, এদিক-সেদিক ক্ষত

মনের মাঝে বাউন্ডুলে একটা মনের বাস

মনের মাঝে টেনে ধরা সেই মনেরই রাশ

মনের মাঝে বৃষ্টি ব্যাপক ঝরে থেকে থেকে

মনের মাঝেই উথালপাথাল, কেউ কখনো দেখে?

মনের মাঝে রয় যে সে আবাস চিরন্তন

মনের মাঝে দুঃখবিলাস, সুখের নির্বাসন

মনের মাঝে রয় যে সে আবাস চিরন্তন

মনের মাঝে দুঃখবিলাস, সুখের নির্বাসন

মনের মাঝে বাউন্ডুলে একটা মনের বাস

মনের মাঝে টেনে ধরা সেই মনেরই রাশ

মনের মাঝে বৃষ্টি ব্যাপক ঝরে থেকে থেকে

মনের মাঝেই উথালপাথাল, কেউ কখনো দেখে?

মনের মাঝে ঝড়ঝাপটা বইছে ক্রমাগত

মনের মাঝেই খুনখারাবি, এদিক-সেদিক ক্ষত

Mehr von Joy Shahriar

Alle sehenlogo

Das könnte dir gefallen