menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-dui-noyone-tomai-dekhe-cover-image

Dui Noyone Tomai Dekhe

Kanak Chapahuatong
𒆜𝗠O𝗭𝗜𝗕𝗨𝗥𒆜🍃🅼🅼🆆🍃huatong
Liedtext
Aufnahmen
"দুই নয়নে তোমায় দেখে"

শিল্পীঃ সাবিনা ইয়াসমীন ও এন্ডু কিশোর

?‍ মেয়েঃ দুই নয়নে তোমায় দেখে

নেশা কাটেনা দেখার নেশা কাটেনা

দুই নয়নে তোমায় দেখে

নেশা কাটেনা দেখার নেশা কাটেনা

হাজার নয়ন দাওনা আমায়, লক্ষ নয়ন দাওনা.....

?‍ ছেলেঃ এক হৃদয়ে ভালোবেসে

আশা মেটেনা মনের আশা মেটেনা

এক হৃদয়ে ভালোবেসে

আশা মেটেনা মনের আশা মেটেনা

হাজার হৃদয় দাওনা আমায় লক্ষ হৃদয় দাওনা.....

Uploaded ?BIPU?সূরের ছোঁয়া?Follow me

?‍ মেয়েঃ দুই নয়নে তোমায় দেখে

নেশা কাটেনা দেখার নেশা কাটেনা

?‍ ছেলেঃ গড়িলো তোমায় যে’জন

না জানি সে কেমন,

গড়িলো তোমায় যে’জন

না জানি সে কেমন,

দিলো একই অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ

?‍ মেয়েঃ সেই কিরণে লাগে গ্রহণ, দেখা যখন পাইনা....

?‍ ছেলেঃ দুই নয়নে তোমায় দেখে

নেশা কাটেনা দেখার নেশা কাটেনা

?‍ মেয়েঃ এক হৃদয়ে ভালোবেসে

আশা মেটেনা মনের আশা মেটেনা

?‍ মেয়েঃ কেনো যে হলো এমন অল্প দিনের জীবন

কেনো যে হলো এমন অল্প দিনের জীবন

ফুলের মত যায় গো ঝরে না ফুরিতে স্বপন

?‍ ছেলেঃ এই জনমে আর জনমে একা হতে চাইনা....

?‍ মেয়েঃ দুই নয়নে তোমায় দেখে

নেশা কাটেনা দেখার নেশা কাটেনা

হাজার নয়ন দাওনা আমায় লক্ষ নয়ন দাওনা...

?‍ ছেলেঃ এক হৃদয়ে ভালোবেসে

আশা মেটেনা মনের আশা মেটেনা

হাজার হৃদয় দাওনা আমায় লক্ষ হৃদয় দাওনা...

?‍ ?‍ ছেলে+ মেয়েঃ হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

লা লা লা লা লা

হুম হুম লা লা লা লা লা

? যবানিকা ?

Mehr von Kanak Chapa

Alle sehenlogo

Das könnte dir gefallen