menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-joto-dekhi-toto-valo-lage-cover-image

Joto Dekhi Toto Valo lage

Kanak Chapahuatong
༺♻️𝐌𝐎𝐙I𝐁♻️༻🌀🆉🅼🅻🌀huatong
Liedtext
Aufnahmen
যত দেখি ততো ভালো লাগে

এতো ভালো কেন যে লাগেনি আগে

বলনা..

তুমি বলনা

বলনা..

তুমি বলনা

মেয়েঃ যত দেখি ততো ভালো লাগে

এতো ভালো কেন যে লাগেনি আগে

জানিনা..

আমি জানি না

জানিনা...

আমি জানি না

ছেলেঃ সঙ্গী পেলাম, বন্ধু পেলাম পেলাম প্রিয় জন

মেয়েঃ সঙ্গী পেলাম, বন্ধু পেলাম পেলাম প্রিয় জন

ছেলেঃ আর নেইতো চাওয়া, আর নেইতো পাওয়া

তবু কেন মন ভরেনা...

বলনা

তুমি বলনা

মেয়েঃ জানি না

আমি জানি না

ছেলেঃ যত দেখি ততো ভালো লাগে

এতো ভালো কেন যে লাগেনি আগে

মেয়েঃ যত দেখি ততো ভালো লাগে

এতো ভালো কেন যে লাগেনি আগে

মেয়েঃ স্বপ্ন দিলাম, আশা দিলাম দিলাম এই জীবন

ছেলেঃ স্বপ্ন দিলাম, আশা দিলাম দিলাম এই জীবন

মেয়েঃ এতো কাছে আসি, এতো ভালো বাসি

তবু কেন সাধ মিটে না....

বলনা

তুমি বলনা

ছেলেঃ জানি না

আমি জানি না

মেয়েঃ যত দেখি ততো ভালো লাগে

এতো ভালো কেন যে লাগেনি আগে

ছেলেঃ যত দেখি ততো ভালো লাগে

এতো ভালো কেন যে লাগেনি আগে

বলনা

তুমি বলনা

মেয়েঃ জানি না

আমি জানি না

Mehr von Kanak Chapa

Alle sehenlogo

Das könnte dir gefallen