menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

তুমি আমারই শুধু আমারই

Kanak Chapa/কুমার বিশ্বজিৎhuatong
✯͜͡𝕵a𝖍u𝖗u𝖑✯͜͡♻️🅑🅢🅐♻️huatong
Liedtext
Aufnahmen
রু===রু===রুরু===রু===

লালা===লা===লালা===লা==

কবিতা ও কবিতা

তুমি আমারি শুধু আমারি

কবিতা ও কবিতা

তুমি আমারি শুধু আমারি

এই বুকেতে খোদাই করে

আমি লিখেছি নাম তোমারি ...

তুমি আমার জিন্দেগী

তুমি আমার বন্দেগী

আমার প্রেমের আশিকান

ভালোবেসে দিবো জান ...

হে====

তুমি জান্নাতেরি ফোটা ফুল

তোমার শুভাষ নিতে দিল মশগুল

তুমি উপর ওয়ালার উপহার

বুকে নাওনা টেনে লাখো বার

আমি তোমারি প্রেমের তরে

দিতে পারি আমার জান কুরবান........

তুমি আমার জিন্দেগী

তুমি আমার বন্দেগী

আমার প্রেমের আশিকান

ভালোবেসে দিবো জান......

হ=====

তোমার দুচোখে পূর্ণিমা চাঁদ

তোমায় জোসঁনা দেওয়াই আমার সাজ

তোমার অঙ্গে ঝরে মধুর রস

আমায় সোহাগে করনা বস

তোমার রূপের জোয়ার ভাটাতে

আমি সারাজীবন করবো স্নান.......

তুমি আমার জিন্দেগী

তুমি আমার বন্দেগী

আমার প্রেমের আশিকান

ভালোবেসে দিবো জান....

কবিতা ও কবিতা

তুমি আমারি শুধু আমারি

কবিতা ও কবিতা

তুমি আমারি শুধু আমারি

এই বুকেতে খোদাই করে

আমি লিখেছি নাম তোমারি.....

তুমি আমার জিন্দেগী

তুমি আমার বন্দেগী

আমার প্রেমের আশিকান

ভালোবেসে দিবো জান.....

বাংলা সঙ্গীত একাডেমি?

আমি তোমার প্রেমে যেন হয়েছি পাগলিনী

এ প্রেমেরই পাগলামি যাবেনা যে কোন দিনই

আমি তোমার প্রেমে যেন হয়েছি পাগলিনী

এ প্রেমেরই পাগলামি যাবেনা যে কোন দিনই

যা আছে আমার নাওনা যা আছে তোমার দাওনা

যা আছে আমার নাওনা যা আছে তোমার দাওনা

ও বন্ধু তোমাকে আমি জন্ম থেকেই চিনি

আমি তোমার প্রেমে যেন হয়েছি পাগলিনী

এ প্রেমেরই পাগলামি যাবেনা যে কোন দিনই

Mehr von Kanak Chapa/কুমার বিশ্বজিৎ

Alle sehenlogo

Das könnte dir gefallen