menu-iconlogo
huatong
huatong
avatar

Akash Meghe Dhaka

Meghdolhuatong
shell_2526huatong
Liedtext
Aufnahmen
আকাশ মেঘে ঢাকা

ঢেকে যায় সব রোদ

ছায়া ছায়া অন্ধকারে

উড়ে যায় সব বোধ

আকাশ মেঘে ঢাকা ...

উড়ে যায় বিষণ্ন পাখি

আমি একা জেগে থাকি

অন্ধকারের গান

উড়ায় না অভিমান

আমরা তবু জেগে থাকি

উড়ে যায় বিষণ্ন পাখি ...

চোখের জলে আগুন জ্বলে

বৃষ্টি তুমি জান কি?

চোখে চেতনায় অন্য আলো

স্তব্ধ সময় বোঝ কি?

আকাশ মেঘে ঢাকা

ঢেকে যায় সব রোদ

ছায়া ছায়া অন্ধকারে

উড়ে যায় সব বোধ

আকাশ মেঘে ঢাকা ...

Mehr von Meghdol

Alle sehenlogo

Das könnte dir gefallen