menu-iconlogo
huatong
huatong
avatar

Dola - Reloaded Mix

Mila Islamhuatong
snyderreportinghuatong
Liedtext
Aufnahmen
গ্রামে গঞ্জে, পালা গানের মঞ্চে

অন্তরে বন্দরে খবর দিয়ে দে

মাঠে ঘাটে আর শহর তলাতে

হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে

গ্রামে গঞ্জে, পালা গানের মঞ্চে

অন্তরে বন্দরে খবর দিয়ে দে

মাঠে ঘাটে আর শহর তলাতে

হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে

মুখে মুখে সাড়া তুলে দে তুই

বন্দি মনটা উজাড় করে দে

দোলা দে, দোলা দে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে

(দোলা দে রে)

মনে আছে চাওয়া পাওয়া

খুশির জোয়ার মিলে যাওয়া

শাসন-বারণ মানি না আজকে

উদাসী মন নিজেই হাওয়া

মনে আছে চাওয়া পাওয়া

খুশির জোয়ার মিলে যাওয়া

শাসন-বারণ মানি না আজকে

উদাসী মন নিজেই হাওয়া

দোলা দে, দোলা দে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে

(দোলা দে রে)

(দোলা দে রে)

বৃষ্টি ফোটায় ভিজে ভিজে

ডাকছে এখন ডাকছে কে রে

হিমেল হাওয়ায় মনটা উড়ে

আসছে বাতাস আসছে তেড়ে

বৃষ্টি ফোটায় ভিজে ভিজে

ডাকছে এখন ডাকছে কে রে

হিমেল হাওয়ায় মনটা উড়ে

আসছে বাতাস আসছে তেড়ে (আহ্)

দোলা দে, দোলা দে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে

গ্রামে গঞ্জে, পালা গানের মঞ্চে

অন্তরে বন্দরে খবর দিয়ে দে

মাঠে ঘাটে আর শহর তলাতে

হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে

মুখে মুখে সাড়া তুলে দে তুই

বন্দি মনটা উজাড় করে দে

দোলা দে, দোলা দে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে, দোলা দে রে পাগলা

দোলা দে রে

(দোলা দে রে)

Mehr von Mila Islam

Alle sehenlogo

Das könnte dir gefallen