menu-iconlogo
huatong
huatong
avatar

Naacho

Mila Islamhuatong
ONGKUR🌱huatong
Liedtext
Aufnahmen
নাচো হেলিয়া নাচো গো দুলিয়া

রাখো নয়নে নয়ন

মন্ত্র পড়িয়া আগুন জ্বালাইয়া

নিশিতে আসিবো যখন,

দ্বিধা যত মনে রাখিও যতনে

হাসি মুখে করিও বরণ

যদি অভিমানে মেঘ জমে প্রাণে

ভালোবেসে ফেলো আলোড়ন,

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

কমলার নাচোনে বাগিচার পেছনে

চাঁদ ও ঝলমল করে রে...

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

আসিবো তোমারি আসরে

আসিবো নিরব চরণে

রাখিও গোপন ও আদরে...

রাখিও লুকায়ে তখন।

জমেছে আজ মেলা মাতাল খেলার

মজিব তালে তালে কি আছে বলার

দ্বিধা যত মনে রাখিও যতনে

হাসি মুখে করিও বরণ

যদি অভিমানে মেঘ জমে প্রাণে

ভালোবেসে ফেলো আলোড়ন,

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

কমলার নাচোনে বাগিচার পেছনে

চাঁদ ও ঝলমল করে রে...

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

বুঝিবো বুঝিবে কেমনে

রাঁধারো মনে কতো জ্বালা

ডাকিও শয়নে স্বপনে

আসিব ভাঙ্গিয়া সে তালা

হায় দিও না আর জ্বালা মন পুড়ে ছাই

করো না বাড়াবাড়ি দেখেছে সবাই

দ্বিধা যত মনে রাখিও যতনে

হাসি মুখে করিও বরণ

যদি অভিমানে মেঘ জমে প্রাণে

ভালোবেসে ফেলো আলোড়ন,

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

কমলার নাচোনে বাগিচার পেছনে

চাঁদ ও ঝলমল করে রে...

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

নাচো হেলিয়া নাচো গো দুলিয়া

রাখো নয়নে নয়ন

মন্ত্র পড়িয়া আগুন জ্বালাইয়া

নিশিতে আসিবো যখন,

দ্বিধা যত মনে রাখিও যতনে

হাসি মুখে করিও বরণ

যদি অভিমানে মেঘ জমে প্রাণে

ভালোবেসে ফেলো আলোড়ন,

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

কমলার নাচোনে বাগিচার পেছনে

চাঁদ ও ঝলমল করে রে...

বা হাহা করিয়া বাজান রে দোতরা

সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা নাচে

Mehr von Mila Islam

Alle sehenlogo

Das könnte dir gefallen