menu-iconlogo
huatong
huatong
avatar

HD আঁচলে বান্ধিয়া রাখিও গো

Rahul AMBhuatong
.RaHuL.star.huatong
Liedtext
Aufnahmen
💞Andrew Kishore_Sabina Yasmin💞

💞upload BY Rahul💞

F.আচঁলে বান্ধিয়া রাখিবো গো তোমারে

আচঁলে বান্ধিয়া রাখিবো

চোখের কাজল করিবো গো তোমারে

চোখেরই কাজল করিবো।

M.তোমার মাঝে আমি স্বর্গ দেখি

ভালোবাসায় বাঁধি বুক......

F.তোমার সুখেই যে আমার সুখ

তোমার সুখেই যে আমার সুখ।

M.আচঁলে বান্ধিয়া রাখিও গো আমারে

আচঁলে বান্ধিয়া রাখিও

চোখের কাজল করিও গো আমারে

চোখেরই কাজল করিও

💞upload BY Rahul💞

F.দুটি দেহ যদি একটি করে

বিধাতা প্রান দিতো

তোমারই মুখ ছাড়া অন্য কিছু

চোখ যদি না দেখিতো

💞upload BY Rahul💞

M.ও দুটি দেহ যদি একটি করে

বিধাতা প্রান দিতো

তোমারই মুখ ছাড়া অন্য কিছু

চোখ যদি না দেখিতো

F.স্বপ্ন তোমার মাঝে গো

স্বর্গ তোমার মাঝে

M.তুমি ছাড়া প্রান আমার

একদিন ও না বাঁচে

F তোমায় নিয়ে বাঁচবো আমি

যতই ঝড় আসুক

M+Fতোমার সুখেই যে আমার সুখ

তোমার সুখেই যে আমার সুখ

💞upload BY Rahul💞

M.ও এই পৃথিবী ছেড়ে কখনও যদি

তোমার আগে চলে যাই

মৃত্যুর ওপারে তখনো কি গো

তোমারি বুকে দেবে ঠাঁই

💞upload BY Rahul💞

F.এই পৃথিবী ছেড়ে কখনও যদি

তোমার আগে চলে যাই

মৃত্যুর ওপারে তখনো কি গো

তোমারি বুকে দেবে ঠাঁই

M.জন্ম তোমার জন্য গো

জন্ম তোমার জন্য

F.তুমি ছাড়া হাজার জনম

হবে না তো পূর্ন

M.মরবো তোমায় ভালোবেসে পৃথিবী জানুক

F.তোমার সুখেই যে আমার সুখ

তোমার সুখেই যে আমার সুখ

M.আচঁলে বান্ধিয়া রাখিও গো আমারে

আচঁলে বান্ধিয়া রাখিও

F.চোখের কাজল করিবো গো তোমারে

চোখেরই কাজল করিব।

M.তোমার মাঝে আমি স্বর্গ দেখি

F.ভালোবাসায় বাঁধি বুক......

M+Fতোমার সুখেই যে আমার সুখ

তোমার সুখেই যে আমার সুখ

💞সাথে থাকার জন্য ধন্যবাদ💞

Mehr von Rahul AMB

Alle sehenlogo

Das könnte dir gefallen