menu-iconlogo
huatong
huatong
avatar

হীরামতি হীরামতি ও হীরামতি - Hiramoti Hiramoti O Hiramoti

Rathindranath Royhuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
Liedtext
Aufnahmen
গানের কথাঃ হীরামতি হীরামতি ও হীরামতি...

---------------

ফারুকঃ হীরামতি হীরামতি ও হীরামতি

আমি যামু সুধারাম,কন্যামতি,

হীরামতি হীরামতি ও হীরামতি,

আরে,হীরামতি হীরামতি ও হীরামতি,

তোমার লাইগা আনমু কি?

পুতিরমালা পরবে কি?

আরে,তোমার লাইগা আনমু কি?

পুতিরমালা পরবে কি?

হীরামতি হীরামতি ও হীরামতি,

আরে,হীরামতি হীরামতি ও হীরামতি...

-Short Music-

কবরীঃ সারেং এর বেটা কি বেহায়া গো!

-Short Music-

ফারুকঃ পুতিরমালা কালাসুতায় লাল,

-Short Music-

ঐপুতিরমালা ধলাসুতায় নীল...

পুতিরমালা কালাসুতায় লাল,

-Short Music-

ঐপুতিরমালা ধলাসুতায় নীল...

পুতিরমালা গলারও চীজ,

পুতিরমালা......পুতিরমালা গুলবদনে ঝিলিক,

কবরীঃ মুখের শরম,চোখের লাজ একটুও নাই!

---Music---

গীতিকারঃ মুকুল চৌধুরী,

সুরকারঃ আলম খান,

মূলশিল্পীঃ রথীন্দ্রনাথ রায়,

চলচ্চিত্রঃ সারেং বউ (১৬/০৬/১৯৭৮ইং),

শ্রেষ্ঠাংশেঃ ফারুক/কবরী প্রমুখ,

পরিচালকঃ আবদুল্লাহ আল মামুন।

---Music---

ফারুকঃ এই বড় গাঙ্গে নাও ভাসিয়ে,গহীন জলে ডুবাল দিয়ে,

বড় গাঙ্গে নাও ভাসিয়ে...

ঐ হায় গো,বড় গাঙ্গে নাও ভাসিয়ে,গহীন জলে ডুবাল দিয়ে,

আমি যামু সুধারাম,কন্যামতি...

হীরামতি হীরামতি ও হীরামতি,

আমি যামু সুধারাম,কন্যামতি,

হীরামতি হীরামতি ও হীরামতি,

আরে,হীরামতি হীরামতি ও হীরামতি...।

------

আপলোডঃ মইনুল জীবন।

Mehr von Rathindranath Roy

Alle sehenlogo

Das könnte dir gefallen