menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন মাটির ভিতরে হবে ঘর

Rinkuhuatong
nathanadil.maxsonhuatong
Liedtext
Aufnahmen
একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

প্রান পাখি ওরে যাবে

পিঞ্জর ছেড়ে এ এ এ এ

ধরা ধামে সবি রবে

তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুধো

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুধো

সকলি হবে তোমার পর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

Arrange by

দেহ তোমার চরমচর

গলে পচে যাবে

শিরা উপ শিরা গুলি

ছিন্ন ভিন্ন হবে

মন্ডু মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড

মন্ডু মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড

পরে রবে মাটিরো উপর

রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

Arrange by

রুপেরি গৌরবে

সাজিয়েছো সাজ

সোন দানা কত কি আর

রাজকী পোশাক

যেদিন প্রান চালে যাবে

সবি পরে রবে

প্রান চালে যাবে

সবি পরে রবে

গায়ে দিবে মার কিনুথন

রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

রে মন আমার

কেন বান্ধো দালান ঘর

Mehr von Rinku

Alle sehenlogo

Das könnte dir gefallen