menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo pollibala tumi ওগো পল্লীবালা তুমি

Robi Chowdhuryhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
Liedtext
Aufnahmen
ওগো পল্লীবালা তুমি

ওগো পল্লীবালা তুমি

দুরে যেও না

চাঁদের এই চাঁদনী রাতে

ব্যাথা দিও না

চাঁদের এই চাঁদনী রাতে

ব্যাথা দিও না

@Shydur Rahman

ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো

বাতাস বলে তোমায় বাসিতে ভালো

ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো

বাতাস বলে তোমায় বাসিতে ভালো

চাঁদের মতো হেঁসে হেঁসে

চাঁদের মতো হেঁসে হেঁসে

চলে যেও না

চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না

চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না

@Shydur Rahman

এই পৃথিবী এখন ঘুমেতে বিভোর

তুমি আমি জেগে আছি ধরনীর উপর

এই পৃথিবী এখন ঘুমেতে বিভোর

তুমি আমি জেগে আছি ধরনীর উপর

এই মধুর রাত ফেলে

এই মধুর রাত ফেলে

নীরব থেকো না

চাঁদের এই চাঁদনী রাতে,ব্যাথা দিও না

চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না

ওগো পল্লীবালা তুমি

ওগো পল্লীবালা তুমি

দুরে যেও না

চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না

চাঁদের এই চাঁদনী রাতে, ব্যাথা দিও না

@Shydur Rahman

Mehr von Robi Chowdhury

Alle sehenlogo

Das könnte dir gefallen