menu-iconlogo
huatong
huatong
avatar

Se Chhilo Boroi Anmona

Saawariya & Ranbir Kapoor/Jeet Ganngulihuatong
s.hollymanhuatong
Liedtext
Aufnahmen
সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

সে যে পূর্ণিমা রাত ছিলো

সে যে ভালোবাসার গান ছিলো

সে যে পূর্ণিমা রাত ছিলো

সে যে ভালোবাসার গান ছিলো

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

আল্পনা, আল্পনা

লিখেছিলো সে এক কবিতা

নাম তার নীলাঞ্জনা

তার সেই প্রেমের ভাষা

চিরদিন ছিলো অচেনা

লিখেছিলো সে এক কবিতা

নাম তার নীলাঞ্জনা

তার সেই প্রেমের ভাষা

চিরদিন ছিলো অচেনা

সে যে প্রদীপের শিখা ছিলো

সে যে জীবনে এক আশা ছিলো

সে যে পূর্ণিমা রাত ছিলো

সে যে ভালোবাসার গান ছিলো

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

ভরে ছিলো আমার পৃথিবী

তার ভালোবাসার ছোঁয়ায়

মনে পড়ে কতো কথা

কোনোদিন সে কি ভোলা যায়!

ভরে ছিলো আমার পৃথিবী

তার ভালোবাসার ছোঁয়ায়

মনে পড়ে কতো কথা

কোনোদিন সে কি ভোলা যায়!

সে যে সুখের এক স্মৃতি ছিলো

সে যে চিরদিনের সাথী ছিলো

সে যে পূর্ণিমা রাত ছিলো

সে যে ভালোবাসার গান ছিলো

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

সে যে পূর্ণিমা রাত ছিলো

সে যে ভালোবাসার গান ছিলো

সে যে পূর্ণিমা রাত ছিলো

সে যে ভালোবাসার গান ছিলো

সে ছিলো বড়ই আনমনা

আর ছিলো আমার কল্পনা, আল্পনা

Mehr von Saawariya & Ranbir Kapoor/Jeet Gannguli

Alle sehenlogo

Das könnte dir gefallen