menu-iconlogo
logo

Bhalobasa Haat Baralo

logo
Liedtext
ভালোবাসা হাত বাড়ালো

ভালোবাসা হাত বাড়ালো

লাগলো চোখে শুধু তোমার নেশা

(নেশা, নেশা, নেশা)

এক পলকে কী যে হলো

বদলে গেল আজ প্রাণের ভাষা

(ভাষা, ভাষা, ভাষা)

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

একটু একটু করে হলো শুরু

চুপি চুপি মনে দুরু দুরু

একটু একটু করে হলো শুরু

চুপি চুপি মনে দুরু দুরু

লাগে না যে কাজে মন

এ আমার কী যে হলো

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

হালকা হালকা ভালো লাগা থেকে

কখন মনে তোমায় নিলাম এঁকে

হালকা হালকা ভালো লাগা থেকে

কখন মনে তোমায় নিলাম এঁকে

জীবনের চাওয়া পাওয়া

সবই আজ সত্যি হলো

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

ভালোবাসা হাত বাড়ালো

লাগলো চোখে শুধু তোমার নেশা

(নেশা, নেশা, নেশা)

এক পলকে কি যে হলো

বদলে গেলো আজ প্রাণের ভাষা

(ভাষা, ভাষা, ভাষা)

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো

মন জানিয়ে দিলো

তোমায় বেসেছি ভালো