menu-iconlogo
huatong
huatong
avatar

চাঁদনী পশরে কে আমারে স্মরণ করেChandni Poshore Ke Amay Shoron kor

Salim Chowdhuryhuatong
Rownok_Rony🎶BD💜AMB🇧🇩huatong
Liedtext
Aufnahmen
চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি

সে আমারে চিনে

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার

তবু কেন সে আমার ঘরে আসেনা

সে আমারে চিনে

কিন্তু আমি চিনিনা

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়

এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়

সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়

এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়

ঘর ছাড়িয়া বাহির হও

ধরো আমার হাত

তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি

সে আমারে চিনে

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

Mehr von Salim Chowdhury

Alle sehenlogo

Das könnte dir gefallen