menu-iconlogo
huatong
huatong
avatar

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

Salim Chowdhuryhuatong
milesperrottohuatong
Liedtext
Aufnahmen
বৃষ্টি পড়ে টাপুর টুপুর

শিল্পীঃ সেলিম চৌধুরী

HuMaYuN

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

Follow Me

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

HuMaYuN

আলতা রাঙ্গা গায়ের বরণ

দীঘল কালো চুল

লাজুক লাজুক মুখ যেন তার

ফোঁটা পদ্ম ফুল

আলতা রাঙ্গা গায়ের বরণ

দীঘল কালো চুল

লাজুক লাজুক মুখ যেন তার

ফোঁটা পদ্ম ফুল

বুকের মাঝে ভালোবাসার

ভরা নদী উছলায়

বুকের মাঝে ভালোবাসার

ভরা নদী উছলায়

HuMaYuN

ডাগর ডাগর চোখ যেন তার

ভালোবাসার ঘর

এক পলকে আমার বুকে

তোলে প্রেমের ঝড়

ডাগর ডাগর চোখ যেন তার

ভালোবাসার ঘর

এক পলকে আমার বুকে

তোলে প্রেমের ঝড়

একটু সুখের ছোঁয়া পেতে

মনটা তারে ডেকে যায়

একটু সুখের ছোঁয়া পেতে

মনটা তারে ডেকে যায়

HuMaYuN

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

Follow Me

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

আঁকা বাঁকা মেঠো পথে

কোন রূপসী হেটে যায়

Thank You

Mehr von Salim Chowdhury

Alle sehenlogo

Das könnte dir gefallen