menu-iconlogo
huatong
huatong
avatar

Monre Krishi Kaaj Janona

Sandipanhuatong
pjcarverhuatong
Liedtext
Aufnahmen
মন রে, কৃষিকাজ জানো না

মন রে, কৃষিকাজ জানো না

এমন মানব জমিন রইলো পতিত

আবাদ করলে ফলতো সোনা

এমন মানব জমিন রইলো পতিত

আবাদ করলে ফলতো সোনা

মন রে, কৃষিকাজ জানো না

মন রে, কৃষিকাজ জানো না

মায়ের নামে দাও রে বেড়া

ফসলে তছরূপ হবে না

মায়ের নামে দাও রে বেড়া

ফসলে তছরূপ হবে না

ও সে মুক্তকেশীর শক্ত বেড়া

তার কাছেতে যম ঘেঁষে না

ও সে মুক্তকেশীর শক্ত বেড়া

তার কাছেতে যম ঘেঁষে না

মন রে, কৃষিকাজ জানো না

মন রে, কৃষিকাজ জানো না

অদ্য কিংবা শতাব্দান্তে

বাজেয়াপ্ত হবে জানো না

অদ্য কিংবা শতাব্দান্তে

বাজেয়াপ্ত হবে জানো না

এমন আপন একতারে, মন রে

চুটিয়ে ফসল কেটে নে না

এমন আপন একতারে, মন রে

চুটিয়ে ফসল কেটে নে না

মন রে, কৃষিকাজ জানো না

মন রে, কৃষিকাজ জানো না

গুরুদত্ত বীজ রোপণ করে

ভক্তি বারি সেঁচে দে না

গুরুদত্ত বীজ রোপণ করে

ভক্তি বারি সেঁচে দে না

একা যদি না পারিস, মন

রামপ্রসাদকে সঙ্গে নে না

একা যদি না পারিস, মন

রামপ্রসাদকে সঙ্গে নে না

মন রে, কৃষিকাজ জানো না

মন রে কৃষিকাজ জানো না

Mehr von Sandipan

Alle sehenlogo

Das könnte dir gefallen