menu-iconlogo
huatong
huatong
avatar

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

Shamimhuatong
motleycrue8168huatong
Liedtext
Aufnahmen
চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো,

গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও

আমার মায়ের মতো

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো,

গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও

আমার মায়ের মতো

মা যে আমার সবার সেরা

মা যে আমার সবার সেরা

অনন্তকাল অবিরত…..

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো,

গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও

আমার মায়ের মতো

হিরা নাকি শুনি সবচেয়ে দামি

সারাক্ষণ করে ঝলমল,

তাহার চেয়ে অধিক দামি

আমার মায়ের আঁচল

হিরা নাকি শুনি সবচেয়ে দামি

সারাক্ষণ করে ঝলমল,

তাহার চেয়ে অধিক দামি

আমার মায়ের আঁচল

মাকে ছেড়ে চাইনা আমি

মাকে ছেড়ে চাইনা আমি

হিরা মানিক কত শত…….

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো,

গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও

আমার মায়ের মতো

মা যে হলো প্রেম মমতায়

বিধাতার সেরা উপহার,

হয়না কভু মায়ের সাথে

অন্য কারো তুলনা

মা যে হলো প্রেম মমতায়

বিধাতার সেরা উপহার,

হয়না কভু মায়ের সাথে

অন্য কারো তুলনা

মা’র পরশে যায় যে মুছে

মা’র পরশে যায় যে মুছে

দুঃখ বেদনা যত…..

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো,

গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও

আমার মায়ের মতো

মা যে আমার সবার সেরা

মা যে আমার সবার সেরা

অনন্তকাল অবিরত…..

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো,

গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও

আমার মায়ের মতো

,,আল্লাহ হাফেজ ,,

Mehr von Shamim

Alle sehenlogo

Das könnte dir gefallen