menu-iconlogo
huatong
huatong
avatar

বিদায় বেলায় দিওগো দেখা Biday belai diogo

Shamimhuatong
specialrun2000huatong
Liedtext
Aufnahmen
হৃদয়ে রাসূল বিশ্বাসে আল্লাহ

নামাজের ওয়াক্তে আল্লাহুর ঘরে আসুন

বিদায় বেলা

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল।

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল।

নামাজের ওয়াক্তে আল্লাহুর ঘরে আসুন

তব দিদারে, হব ধন্য তখন আমি

তব দিদারে, হব ধন্য তখন আমি

শুন্য দেহ যখন, লুটাবে ধুলায়...

বিদায় বেলা.

বিদায় বেলায় মোরে দিওগো দেখা...

হে প্রিয়ো রাসুল..

নামাজের ওয়াক্তে আল্লাহুর ঘরে আসুন

কত নবী ওলী ছিলো ধরার মাঝে۔۔

সবাই আপন নীরে চলে গেছে۔

কত নবী ওলী ছিলো ধরার মাঝে۔۔

সবাই আপন নীরে চলে গেছে۔

আমিও তো পাবো না ছাড়া..

পৌছে যাবো জীবনের মহনায়..

বিদায় বেলা.

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

নামাজের ওয়াক্তে আল্লাহুর ঘরে আসুন

ছিলো কত আদরের মা বাবা আমার..

কেমন আছেন তারা কবর মাঝার۔

ছিলো কত আদরের মা বাবা আমার..

কেমন আছেন তারা কবর মাঝার۔

সে খবর আজও অজানা۔۔

আমিও তো চলে যাবো বেলা অবেলায়۔۔

বিদায় বেলা۔

বিদায় বেলায়, মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

নামাজের ওয়াক্তে আল্লাহুর ঘরে আসুন

কত বন্ধু স্বজন ছিলো জমিদারি۔

অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি

কত বন্ধু স্বজন ছিলো জমিদারি.

অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি

মোরে গহীন কবরে ফেলে হায়..

সেই মহা মুসিবতে ভুলনা আমায়۔

বিদায় বেলা۔

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

তব দিদারে, হব ধন্য তখন আমি

তব দিদারে, হব ধন্য তখন আমি

শুন্য দেহ যখন, লুটাবে ধুলায়..

বিদায় বেলা۔

বিদায় বেলায় মোরে দিওগো দেখা۔۔

হে প্রিয়ো রাসুল۔۔

বিদায় বেলায় মোরে দিওগো দেখা۔۔

হে প্রিয়ো রাসুল۔۔

নামাজের ওয়াক্তে আল্লাহুর ঘরে আসুন

Mehr von Shamim

Alle sehenlogo

Das könnte dir gefallen