menu-iconlogo
huatong
huatong
avatar

Naam Chilo Na

Shayan Chowdhury Arnobhuatong
perso500huatong
Liedtext
Aufnahmen
তোমার জন্য সকাল দুপুর

বাজিয়ে কোনো বিষন্ন সুর

সন্ধ্যে বেলার যত্নে আঁধার

বুকে রাখে যেসব পাহাড়

বুকে রাখে যেসব পাহাড়

আমি তাদের ছায়ার মতো

তোমার খোঁজে অবিরত

শূন্যে হাঁটি শূন্যে ভাসি

না পাওয়া এক আজব ক্ষত

রাতের তারায় একলা হাসি

তুমি তাদের নাম দিলে না

মনের ভুলে কেউ দিলো না

তোমার দেওয়া আমার কোনো

নাম ছিলো না

নাম ছিলো না

তুমি তাদের নাম দিলে না

মনের ভুলে কেউ দিলো না

তোমার দেওয়া আমার কোনো

নাম ছিলো না নাম ছিলো না

নাম ছিলো না নাম ছিলো না

নাম ছিলো না নাম ছিলো না

নাম ছিলো না নাম ছিলো না

শূন্যে নামি যখন তখন

তোমার খোঁজে কি অকারণ

আমার আশার মৃত্যু হলে

তোমার কি তা জানতে বারণ

তোমার কি তা জানতে বারণ

শূন্যে নামি যখন তখন

তোমার খোঁজে কি অকারণ

আমার আশার মৃত্যু হলে

তোমার কি তা জানতে বারণ

তোমার কি তা জানতে বারণ

তুমি তাদের নাম দিলে না

মনের ভুলে কেউ দিলো না

তোমার দেওয়া আমার কোনো

নাম ছিলো না

নাম ছিলো না

তুমি তাদের নাম দিলে না

মনের ভুলে কেউ দিলো না

তোমার দেওয়া আমার কোনো

নাম ছিলো না

নাম ছিলো না

তুমি তাদের নাম দিলে না

মনের ভুলে কেউ দিলো না

তোমার দেওয়া আমার কোনো

নাম ছিলো না

নাম ছিলো না

Mehr von Shayan Chowdhury Arnob

Alle sehenlogo

Das könnte dir gefallen