menu-iconlogo
huatong
huatong
avatar

কান্দেরে কান্দে কন্যা নদীর কিনারায়

Shohaghuatong
༄𝙋𝙍𝙄𝙉𝘾𝙀༄🔥𝐁𝐁𝐅⚔️🇧🇩huatong
Liedtext
Aufnahmen
কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়।

ও তাঁর চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিশা যায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়।

এ গাঙ দিয়া কত নাইয়া আসে আর যায়,

বন্ধু তাহার আসে নারে কূলেতে না নাও ভিড়ায়।

এ গাঙ দিয়া কত নাইয়া আসে আর যায়,

বন্ধু তাহার আসে নারে কূলেতে না নাও ভিড়ায়।

বুকের তলে চিতা জলে রক্ত ঝরে কলিজায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়।

পাহাড় ভাইঙ্গা ঝর্ণার পানি গাঙ্গেতে হারায়,

গাঙ্গের পানি স্রোতের টানে সাগরেতে মিশায়।

পাহাড় ভাইঙ্গা ঝর্ণার পানি গাঙ্গেতে হারায়,

গাঙ্গের পানি স্রোতের টানে সাগরেতে মিশায়।

চোখের জলে হইছে নদী বাঁচার তো আর ইচ্ছে নাই,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়।

..ও তার চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিশা যায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়,

কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়..

Mehr von Shohag

Alle sehenlogo

Das könnte dir gefallen