menu-iconlogo
huatong
huatong
avatar

চেনা চেনা লাগে, Cena Cena Lage

Shyamal Mitrahuatong
nonteladicohuatong
Liedtext
Aufnahmen
চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাস যদি কাছে এসো না।।

চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাস যদি কাছে এসো না।।

আ আ আ আ

আ আ আ…আ

The Song Arrange by Mohon boss

এলো মেলো পথ চলা

মনে মনে কথা বলা।

এলো মেলো পথ চলা

মনে মনে কথা বলা।

আকাশ ভরা স্বপন ঝরা।

আকাশ ভরা স্বপন ঝরা।

আকুল করা বেদনা

ভালোবাস যদি কাছে এসো না।।

চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাস যদি কাছে এসো না।।

তুমি আমি যেন নদী

চলে যাব নিরবধি।

তুমি আমি যেন নদী

চলে যাব নিরবধি।

অজানা বেশে যেখানে এসে।

অজানা বেশে যেখানে এসে।

আঁধারে মেশে জোছনা

ভালোবাস যদি কাছে এসো না।।

চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাস যদি কাছে এসো না।।

Mehr von Shyamal Mitra

Alle sehenlogo

Das könnte dir gefallen