menu-iconlogo
logo

chokher aloy dekhe celem

logo
Liedtext
চোখের আলোয় দেখেছিলেম

চোখের বাহিরে

অন্তরে আজ দেখব যখন

আলোক নাহি রে

চোখের আলোয় দেখেছিলেম

চোখের বাহিরে

ধরায় যখন দাও না ধরা

হৃদয় তখন তোমায় ভরা

এখন তোমার আপন আলোয়

তোমায় চাহি রে

চোখের আলোয় দেখেছিলেম

চোখের বাহিরে

তোমায় নিয়ে খেলেছিলেম

খেলার ঘরেতে

খেলার পুতুল ভেঙে গেছে

প্রলয় ঝড়েতে

তোমায় নিয়ে খেলেছিলেম

খেলার ঘরেতে

খেলার পুতুল ভেঙে গেছে

প্রলয় ঝড়েতে

থাক তবে সেই কেবল খেলা

হোক না এখন প্রাণের মেলা

তারের বীণা ভাঙল হৃদয়

বীণায় গাহি রে

চোখের আলোয় দেখেছিলেম

চোখের বাহিরে

chokher aloy dekhe celem von Shyamal Mitra - Songtext & Covers