menu-iconlogo
huatong
huatong
avatar

Gaane Bhuban Bhoriye Debe

Shyamal Mitrahuatong
mscookie63huatong
Liedtext
Aufnahmen
গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী

হঠাৎ বুকে বিঁধল যে তীর

স্বপ্ন দেখা হল ফাঁকি

গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী

তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়

তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়

তারে হাসিমুখে যেতে দাও শেষবার শুনে নাও

মনে রেখো মনে রেখো তার এই শেষ গান।

গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী

যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা

আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা

ঝড়ে কত তারা আলোকে মনে রাখে বলো কে?

ঝড়ে কত তারা আলোকে মনে রাখে বলো কে?

ছিল কত সুখ বুকে তার জানিবে না কেহ আর

মনে রেখো মনে রেখো তার এই শেষ গান ।।

Mehr von Shyamal Mitra

Alle sehenlogo

Das könnte dir gefallen