menu-iconlogo
huatong
huatong
avatar

Rai Jago Go (Aditi Munshi)

Subhadip_Stkhuatong
👉Subhadip_stk🔊🎵🎸👈huatong
Liedtext
Aufnahmen
Song: Rai Jago Go

Artist: Aditi Munshi

Track Music Edited: Stk

♫♫♫ ===== ♫♫♫

রাই জাগো গো.....

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই

রাই জাগো গো.....

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই।

জেগে দেখো আর তো নিশি নাই..গো জয় রাঁধে,

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই

রাই জাগো গো.....

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই।

✡️ Track: Subhadip

Follow: @Subhadip_stk

শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া......

আছো রাঁধে ঘুমাইয়া......,

কুল কলঙ্কের ভয় কি তোমার নাই..গো জয় রাঁধে,

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই

রাই জাগো গো.....

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই..।

✡️ Uploaded by Dodo

আমরা তোমার সেবার দাসী....

যুগল চরণ ভালবাসি......

যুগল বিনে অন্য আশা নাই..গো জয় রাঁধে,

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই

রাই জাগো গো.....

জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই..।

==== সমাপ্ত ====

Mehr von Subhadip_Stk

Alle sehenlogo

Das könnte dir gefallen