menu-iconlogo
huatong
huatong
avatar

Ami khola janala

surjohuatong
62180637572huatong
Liedtext
Aufnahmen
আমি খোলা জানালা

তুমি ওই দখিনা বাতাস

আমি নিঝুম রাত

তুমি কোজাগরি আকাশ (x2)

উধাও সাগর তুমি অঢেল নীলে

আমি অস্তরাগ শেষ বিকেলে (x2)

তুমি কথা না রাখা নিরালা দুপুর

আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা

তুমি ওই দখিনা বাতাস

আমি নিঝুম রাত

তুমি কোজাগরি আকাশ।

শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা

তুমি চলমান সুর স্বপ্ন মাখা (x2)

তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর

আমি বিরহী ইতিহাস।

আমি খোলা জানালা

তুমি ওই দখিনা বাতাস

আমি নিঝুম রাত

তুমি কোজাগরি আকাশ।

Mehr von surjo

Alle sehenlogo

Das könnte dir gefallen