menu-iconlogo
logo

তুমি কেমনে এত নিঠুর হইলা \\

logo
Liedtext
আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্ত র পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্ত র পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা....

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি দুঃখেরমাঝে

সুখ খুঁজেছি সারাটা জনম

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি দুঃখের মাঝে

সুখ খুঁজেছি সারাটা জনম

তুমিকাছে আইসা

দুঃখটারে বাড়াইয়া গেলা

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা...

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

এইজনমে তোমার আমার

হইব নারে মিলন

আমার বুকের ভিতর

আগুন জ্বলে তুষেরই মতন

এইজনমে তোমার আমার

হইব নারে মিলন

আমার বুকের ভিতর

আগুন জ্বলে তুষেরই মতন

আমি আরেক জনম

চাইব শুধু তোমারও লাগিয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্ত র পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলাফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

তুমি কেমনে এত নিঠুর হইলা \\ von Topon Choudhury - Songtext & Covers