menu-iconlogo
huatong
huatong
avatar

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি

আতঙ্কhuatong
🎸Deut-786🎸huatong
Lyrics
Recordings
√==বাংলা মিউজিক==√

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই এমনে রে কান্দাইলি

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল -ঐ

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল-ঐ

√==বাংলা মিউজিক==√

তুই পাষাণ পাথরের তৈরী মনের মর্ম বুঝবি কি

তোরি জন্য এই জগতে কতই কেঁদেছি

আমি কতই কেঁদেছি

তুই পাষাণ পাথরের তৈরী মনের মর্ম বুঝবি কি

তোরি জন্য এই জগতে কতই কেঁদেছি

আমি কতই কেঁদেছি

ও তুই মন দিবি বলে মন ভুলাইয়া...

মন দিবি বলে মন ভুলাইয়া করলি প্রেমের ছল

রুপা রে.... তোর কারণে দুই চোখেতে জ্বল

রুপা রে.... তোর কারণে দুই চোখেতে জ্বল- ঐ

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল-ঐ

√==বাংলা মিউজিক==√

অন্তরেরি আপন আমি ভেবেছিলাম তোরে

প্রতিদানে দুঃখ দিলি বলনা কেমন করে

আমায় বলনা কেমন করে

অন্তরেরি আপন আমি ভেবেছিলাম তোরে

প্রতিদানে দুঃখ দিলি বলনা কেমন করে

আমায় বলনা কেমন করে

এই কি রে তোর ভালবাসা-...

এই কি রে তোর ভালবাসা এই কি প্রেমের ফল

রুপা রে.... তোর কারণে দুই চোখেতে জ্বল-

রুপা রে... তোর কারণে দুই চোখেতে জ্বল

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল

রুপা রে....তোর কারণে দুই চোখেতে জ্বল-

(বাংলা মিউজিক) (আতঙ্ক)

More From আতঙ্ক

See alllogo

You May Like

ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইলি by আতঙ্ক - Lyrics & Covers