menu-iconlogo
huatong
huatong
avatar

মন আমার মরা নদী তার উপরে আবার যদি

আতঙ্কhuatong
88891269580huatong
Lyrics
Recordings
মন আমার মরা নদী

তার উপরে আবার যদি

দিবা ঢেউ লাগাইয়া....

মরার আগে যাইবা মারিয়া

সোনা বন্ধুরে, মরার আগে যাইবা মারিয়া

মন আমার মরা নদী

তার উপরে আবার যদি

দিবা ঢেউ লাগাইয়া....

মরার আগে যাইবা মারিয়া

সোনা বন্ধুরে, মরার আগে যাইবা মারিয়া

দুই নয়নে দেখলাম কত

সুখেরই জোয়ার ...

কেউবা খুলে কেউবা লাগায় পিরিতির দুয়ার

দুই নয়নে দেখলাম কত

সুখেরই জোয়ার ...

কেউবা খুলে কেউবা লাগায় পিরিতির দুয়ার

মরা রে মারবি কি আর প্রেমানলে পুড়াই

মরা রে মারবি কি আর প্রেমানলে পুড়াইয়া

মরার আগে যাইবা মারিয়া

সোনা বন্ধুরে,মরার আগে যাইবা মারিয়া

সুখ পাখিটা দেয় না ধরা

খেলায় মিছামিছি

দুর্দিনে দেইখোরে বন্ধু মরি কিবা বাঁচি

সুখ পাখিটা দেয় না ধরা

খেলায় মিছামিছি

দুর্দিনে দেইখোরে বন্ধু মরি কিবা বাঁচি

হৃদ মাঝারে ঠাই দিয়াছি নিকটাপন জানিয়া

হৃদ মাঝারে ঠাই দিয়াছি নিকটাপন জানিয়া

মরার আগে যাইবা মারিয়া

সোনা বন্ধুরে,মরার আগে যাইবা মারিয়া

তোর পিরিত্তে পাগল মাছুম দোষী যদি হই

চান সুরুজ আর আসমান জমিন সাক্ষী বাইন্ধা থই

তোর পিরিত্তে পাগল মাছুম দোষী যদি হই

চান সুরুজ আর আসমান জমিন সাক্ষী বাইন্ধা থই

শ্যাম পিরিতের উদাসী হই

তুই বন্ধুয়ার লাগিয়া

শ্যাম পিরিতের উদাসী হই তুই বন্ধুয়ার লাগিয়া

মরার আগে যাইবা মারিয়া

সোনা বন্ধুরে,মরার আগে যাইবা মারিয়া

মন আমার মরা নদী

তার উপরে আবার যদি

দিবা ঢেউ লাগাইয়া....

মরার আগে যাইবা মারিয়া

সোনা বন্ধুরে, মরার আগে যাইবা মারিয়া

More From আতঙ্ক

See alllogo

You May Like

মন আমার মরা নদী তার উপরে আবার যদি by আতঙ্ক - Lyrics & Covers