menu-iconlogo
huatong
huatong
avatar

জলে জলে জোনাকি দিয়ে যায়--শফিক তুহিন/নান্সি

আপলোড//রাসেল মাহমুদhuatong
➻𒍜🅡💞🅡➻🅗🅔🅡🅞➻🅡𒍜➻🅑🅜🎸🎸huatong
Lyrics
Recordings
M/""জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো""

""তারো বেশী তোমাকে বেসেছি যে ভালো""

F/""জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো""

""তারো বেশী তোমাকে বেসেছি যে ভালো""

M/""জনমও জনম তোমাকে দেখেও""

""ভরবেনা আমার এ নয়ন""....

F/""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""...

M/""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""...

F/""তোমার প্রেমে অন্ধ আমি""

""কাটে না তো প্রেমেরি ঘোর""..

""পলকে পলকে আছো তুমি""...

M/""ও তোমার প্রেমে অন্ধ আমি""

""কাটে না তো প্রেমেরি ঘোর""..

""পলকে পলকে আছো তুমি""...

""সারাক্ষণ তোমাতে বিভোর""...

F/""যদি না দেখি তোমায়""..

""প্রাণ চলে যায়""

""এ যে এক সুখেরি দহন""....

M/""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""...

F/""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""...

M/""এই জনমের অনেক আগেই""

""দুজনের ছিল পরিচয়""

""তোমার জন্য বেঁচে আজো""..

""এ কথাটি শুধু মনে হয়""....

F/""ও..এই জনমের অনেক আগেই""

""দুজনের ছিল পরিচয়""

""তোমার জন্য বেঁচে আজো""...

""এ কথাটি শুধু মনে হয়""

M/""কভু আসে যদি ঝড়""

""হবো না তো পর""

""রব পাশে জীবন মরণ""

F/""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""..

M/""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""...

F/""জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো""

M/""তারো বেশী তোমাকে বেসেছি যে ভালো""

F+M/""জনমও জনম তোমাকে দেখেও""

""ভরবেনা আমার এ নয়ন""...

""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""...

""ভালবাসাতে পুড়ে পুড়ে""

""খাঁটি হয় পোড়া মন""

More From আপলোড//রাসেল মাহমুদ

See alllogo

You May Like