menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি মোর জীবনের ভাবনা(অরজিনাল মিউজিক)

আপলোড//রাসেল মাহমুদhuatong
➻𒍜➻🅡🅐🅢🅗🅔🅛➻𒍜➻🅑🅜🎸🎸huatong
Lyrics
Recordings
মুভি : আনন্দ অশ্রু

কন্ঠ:এন্ড্রো কিশোর/কনকচাঁপা

M)তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা........

F/তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা..

==চয়েস বাই_আমার কলিজা ==

==রুবি আহম্মেদ==

M/হাজার তারে বিনা তুমি

তুমি সুরের ঝংকার..

F/তুমি আমার আষাঢ় শ্রাবন

তুমি বসন্ত বাহার..

M/রাগ রাগীনির ফুল তলিতে

কন্ঠে পরাবো মালা...

F/তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা..

==চয়েস বাই_আমার কলিজা ==

==রুবি আহম্মেদ==

M/তোমায় নিয়ে লেখা যেনো

সারা পৃথীবির গান...

F/প্রথম প্রেমের ছোঁয়া তুমি

তুমি যে মান অভিমান...

M/সব কবিতার ছন্দ তুমি

দুঃখ সুখেরি ভ্যালা...

F/তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা..

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা..

M/নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা........

F/তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা..

M/তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা..

==ধন্যবাদ==

More From আপলোড//রাসেল মাহমুদ

See alllogo

You May Like