-=শিল্পী:-কনকচাপা ও এন্ড্রো কিশোর=-
-==ফেমেলি:- SRF & RMP==-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[M] এমন একটা দিন নাই
এমন একটা রাত নাই~
তোমায় নিয়ে, ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া, বাঁচে না জীবন~
[F] এমন একটা দিন নাই
এমন একটা রাত নাই~
তোমায় নিয়ে, ভাবেনি এ মন~
হায় রে, তুমি ছাড়া, বাঁচে না জীবন
[M] হায় রে, তুমি ছাড়া, বাঁচে না জীবন~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] হাজার লোকের ভিড়ে আমি
তোমায় খুঁজে নিয়েছি
[M] চিরকালের তরে মনটা
তোমায় দিয়ে দিয়েছি~~
===================
[F] হাজার লোকের ভিড়ে আমি
তোমায় খুঁজে নিয়েছি
[M] চিরকালের তরে মনটা
তোমায় দিয়ে দিয়েছি~
[F] এমন একটা দিন নাই
এমন একটা রাত নাই
তোমায় নিয়ে, ভাবেনি এ মন
হায় রে, তুমি আমার, সারাটি ভুবন~
[M] হায় রে, তুমি আমার, সারাটি ভুবন~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] তোমার জন্য আমি শুধু
এই জগতে এসেছি~
[M] তোমার প্রেমে মরতে পারি
এমন ভালোবেসেছি~~
===================
[F] তোমার জন্য আমি শুধু
এই জগতে এসেছি~
[M] তোমার প্রেমে মরতে পারি
এমন ভালোবেসেছি~
[F] এমন একটা দিন নাই
এমন একটা রাত নাই
তোমায় নিয়ে, ভাবেনি এ মন
হায় রে, তুমি দুঃখ-সুখেরই পবন~
[M] হায় রে, তুমি দুঃখ-সুখেরই পবন~
[F] এমন একটা দিন নাই
এমন একটা রাত নাই
তোমায় নিয়ে, ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া, বাঁচে না জীবন~~
[M] এমন একটা দিন নাই
এমন একটা রাত নাই
তোমায় নিয়ে, ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া, বাঁচে না জীবন~
[F] হায় রে, তুমি ছাড়া, বাঁচে না জীবন~~
=====সমাপ্ত=====