m: এ জীবন কেন এত রং বদলায়
কখনো কালোমেঘ,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে,,
নিজেকে জড়ায়,,
f: এ জীবন কেন এত রং বদলায়
কখনো কালোমেঘ,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে,,
নিজেকে জড়ায়
m: এ জীবন কেন এত রং বদলায়
m: যা দেখি মনে ধরে রাখি,,
যা দেখিনা পথ চেয়ে থাকি
হো ও যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি
যতই সুখ চাই ততই ব্যথা পাই,
জানিনা জীবন গিয়ে কোথায় দাঁড়ায়
f: এ জীবন কেন এত রং বদলায়
এ জীবন কেন এত রং বদলায়
m: স্মৃতিরা কেন পিছু ডাকে,,
না পাওয়ারই ব্যথা ছবি আঁকে,,
f: হো ও স্মৃতিরা কেন পিছু ডাকে,,
না পাওয়ারই ব্যথা ছবি আঁকে
যতই ফিরে চাই, কোথাও কিছু নেই
ফেলে আসা দিনগুলো আমারে কাঁদায়,,
m: এ জীবন কেন এত রং বদলায়,,
কখনো কালোমেঘ,,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে,
নিজেকে , জড়ায়,,
f: এ জীবন কেন এত রং বদলায়
এ জীবন কেন এত রং বদলায়