menu-iconlogo
huatong
huatong
avatar

মিষ্টি মিষ্টি চেহারা কাজল কাজল

কুমার সানুhuatong
clemsontiger8huatong
Lyrics
Recordings
1 Male 2 Female

ওহু..হও...হওওও

ওহু..হও...হওওও

ওহু..হও...হওওও

আহা...হা হা.. হা..

মিষ্টি মিষ্টি চেহারা

কাজল কাজল আঁখি

মিষ্টি মিষ্টি চেহারা

কাজল কাজল আঁখি

কাজল কাজল আঁখিতে

ঐ মন মজানো প্রেম

বহু জতনে মনে হয় তোমায়

বিদাতা বানালেন

বহু জতনে মনে হয় তোমায়

বিদাতা বানালেন

মিষ্টি মিষ্টি চেহারা

কাজল কাজল আঁখি

মিষ্টি মিষ্টি চেহারা

কাজল কাজল আঁখি

কাজল কাজল আঁখিতে

ঐ মন মজানো প্রেম

বহু জতনে মনে হয় তোমায়

বিদাতা বানালেন

বহু জতনে মনে হয় তোমায়

বিদাতা বানালেন

তুমি বৃস্টি নামালে...

সাঁজ আসে..

তুমি দৃস্টি উঠালে...

ভোর হাসে...

তুমি বৃস্টি নামালে...

সাঁজ আসে..

তুমি দৃস্টি উঠালে...

ভোর হাসে...

তোমার হাসিতে ফুলেরা রং ছরায়

তোমার রুপেতে পড়িরা লজ্জা পায়..

তোমার চিকন চিকন কেঁসে

কত উতল বাতাস মেঁসে

তোমার কোমল কোমল গালে

কত গোলাপ খুশি ঝালে

কে জানে,আমি কোন দেশে

কোন আবেশে হাড়িয়ে গেলেম

বহু জতনে মনে হয় তোমায়

বিধাতা বানালেন

বহু জতনে মনে হয় তোমায়

বিধাতা বানালেন

মিষ্টি মিষ্টি চেহারা

কাজল কাজল আখিঁ...

দোনিয়াতে আছে...

রুপোসি কত..

তবু কেউ কোথাও নেই...

তোমার মতো...

দোনিয়াতে আছে...

রুপোসি কত..

তবু কেউ কোথাও নেই..

তোমার মতো..

তোলুনা তোমার, শুধুই তুমি

উপমা খুঁজে, পাইনা আমি...

তোমার অংগে ফুলে গন্ধ

তোমার চলনে ঝর্রণার সন্ধ

তোমার কাকন আর বাজে ছন্ধে.

দেই অকারন আনন্দ

এই তুমি কি, সেই তুমি

যার স্বপ্ন আমি, দেখতেম

বহু জতনে মনে হয় তোমায়

বিধাতা বানালেন

বহু জতনে মনে হয় তোমায়

বিধাতা বানালেন

মিষ্টি মিষ্টি চেহারা

কাজল কাজল আখিঁ

কাজল কাজল আখিঁতে

ঐ মন মজানো প্রেম

বহু জতনে মনে হয় তোমায়

বিধাতা বানালেন

বহু জতনে মনে হয় তোমায়

বিধাতা বানালেন

Thanks for joining

More From কুমার সানু

See alllogo

You May Like