menu-iconlogo
huatong
huatong
--cover-image

তুমি আমার হৃদয় যদি থাকো এক দিন জানি

খালিদ হাসান মিলুhuatong
moegabayhuatong
Lyrics
Recordings
sathemim90643

তুমি আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

এই অামাকেই ভালবাসবে

জানি আমাকে শুধু ভালবাসবে

জানি আমাকেই শুধু ভালবাসবে

তুমি আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

sathemim90643

দুটি চোখে সৃতি গুলো

ধ্রবো তারা হয়

এলো মেলো আশা গুলো প্রানে দুলা দেয়

দুটি চোখে সৃতি গুলো

ধ্রবো তারা হয়

এলো মেলো আশা গুলো প্রানে দুলা দেয়

স্বপ্ন যে সত্যি হয়

হয়ে গেলে মন বিনিময়

ও...স্বপ্ন যে সত্যি হয়

হয়ে গেলে মন বিনিময়

সেই সুখে এই মন হাসবে

জানি আমাকেই শুধু ভালবাসবে

জানি আমাকেই শুধু ভালবাসবে

তুমি আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

sathemim90643

গানে গানে দুটি প্রান প্রেম খুজে পায়

সাগরের কাছে নদী তাই ছুটে যায়

গানে গানে দুটি প্রান প্রেম খুজে পায়

সাগরের কাছে নদী তাই ছুটে যায়

স্বপ্ন যে সত্যি হয়

হয়ে গেলে মন বিনিময়

ও...স্বপ্ন যে সত্যি হয়

হয়ে গেলে মন বিনিময়

সেই শুভ দিন ফিরে আসবে

জানি আমাকেই শুধু ভালবাসবে

জানি আমাকেই শুধু ভালবাসবে

তুমি আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

এই অামাকেই ভালবাসবে

জানি আমাকে শুধু ভালবাসবে

জানি আমাকেই শুধু ভালবাসবে

তুমি আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

আমার হৃদয় যদি থাকো

এক দিন জানি কাছে আসবে

এই গানটি সাথীর জন্মদিনের উপহার দিলাম

More From খালিদ হাসান মিলু

See alllogo

You May Like