ll
আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাধন
জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু
আসবে আমার মরন
আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
Follow Me AzaMBashar
বুকে ধরে যতো ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরি নাম
বুকে ধরে যতো ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরি নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
Follow Me AzaMBashar
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা এখন
আমার মতো এতো সুখি
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাধন
জড়ানো মায়ার বাঁধন
Follow Me AzaMBashar