menu-iconlogo
huatong
huatong
--cover-image

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই

নজরুল গীতিhuatong
nathsudhuatong
Lyrics
Recordings
গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই

নজরুল গীতি( অলকা ইয়াগনিক)

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই...,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই,

খিরকী দূয়ার খুলে পথ পানে চেয়ে রই....,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই..,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই...।

কালো জামের ডালের ফাকে

আমায় দেখে কুকিল ডাকে,

কালো জামের ডালের ফাকে.....,

কালো জামের ডালের ফাকে

আমায় দেখে কুকিল ডাকে,

আজ ও কেন যায়না দেখা

আজ ও কেন যায়না দেখা

তোমার নায়ের ছই....,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই...,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই।

চুল বেধে আজ সেজে গুজে

পিদীম জ্বালাই সাজে,

চুল বেধে আজ সেজে গুজে

পিদীম জ্বালাই সাজে,

ঠাকুর জি রা মুচকি হাসে

আমি মরি লাজে,

আ মি মরি লাজে...,

বাদলা রাতে বৃস্টি ঝরে

মন যে আমার কেমন করে..

বাদলা রাতে বৃস্টি ঝরে.....

বাদলা রাতে বৃস্টি ঝরে

মন যে আমার কেমন করে,

আমার চোখের জলে বন্ধু

আমার চোখের জলে বন্ধু

মাঠ করে থই থই....,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই...,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই,

খিরকী দূয়ার খুলে পথ পানে চেয়ে রই....,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই...,

গাঙ্গে জোয়ার এলো ফিরে তুমি এলে কই।

More From নজরুল গীতি

See alllogo

You May Like