menu-iconlogo
huatong
huatong
-durgom-giri-cover-image

শর্ট দূর্গমগিরি কান্তার মরু | Durgom giri

নজরুল গীতিhuatong
pclose2huatong
Lyrics
Recordings
জাগরনের গান

নজরুল গীতি

দুর্গম গিরি কান্তার মরু

দুস্তর পারাবার হে

লংঘিতে হবে রাত্রি নিশিথে

যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু

দুস্তর পারাবার হে

লংঘিতে হবে রাত্রি নিশিথে

যাত্রীরা হুশিয়ার

দুলিতেছে তরী,ফুলিতেছে জ্বল,

ভুলিতেছে মাঝি পথ

ছিড়িয়াছে পাল,কে ধরিবে হাল,আছে কার হিম্মত

দুলিতেছে তরী,ফুলিতেছে জ্বল

ভুলিতেছে মাঝি পথ

ছিড়িয়াছে পাল,কে ধরিবে হাল,আছে কার হিম্মত

কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত

এ তুফান ভারী,দিতে হবে পাড়ি

নিতে হবে তরী পার..

দুর্গম গিরি,কান্তার মরু

দুস্তর পারাবার হে

লংঘিতে হবে রাত্রি নিশিথে

যাত্রীরা হুশিয়ার

More From নজরুল গীতি

See alllogo

You May Like