নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
আবার.. ভালবাসার সাধ জাগে 
জাগে,ভালবাসার সাধ জাগে 
সেই পুরাতন চাঁদ 
সেই পুরাতন চাঁদ 
সেই পুরাতন চাঁদ 
সেই পুরাতন চাঁদ 
আমার চোখে আজ নূতন লাগে 
আবার.. ভালবাসার সাধ জাগে 
জাগে,ভালবাসার সাধ জাগে 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে 
যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে 
সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে 
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় 
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় 
সোনার গোধুলি রাগে 
সোনার গোধুলি রাগে 
আবার.. ভালবাসার সাধ জাগে 
জাগে,ভালবাসার সাধ জাগে 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
আবার ফাগুন সমীর কেন বহে 
আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে 
আবার ফাগুন সমীর কেন বহে 
তব বনের বুকে ঝরণা সম.….. 
তব বনের বুকে ঝরণা সম 
কে এলে সহসা হে প্রিয়তম 
মাধুরের গোকুল সহসা রাঙাইলে 
মাধুরের গোকুল সহসা রাঙাইলে 
রাসের কুমকুম ফাগে.. 
রাসের কুমকুম ফাগে 
আবার.. ভালবাসার সাধ জাগে 
জাগে,ভালবাসার সাধ জাগে 
জাগে,ভালবাসার সাধ জাগে