অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি 
সত্যি কইরা বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ী 
অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি 
সত্যি কইরা বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ী 
বাড়ী আমার ফুলোতলা 
বাপের নামটি আলাভোলা 
মায়ের নামটি কাঞ্চনমালা গো 
সেই ফুলের মালা 
বাড়ী আমার ফুলোতলা 
বাপের নামটি আলাভোলা 
মায়ের নামটি কাঞ্চনমালা গো 
সেই ফুলের মালা 
অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি 
সত্যি কইরা বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ী 
আট টার সময় আমরা টিকিট কাটি 
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি 
দশটার সময় বাড়ী পৌঁছাই গো 
সেই জেলায় বাড়ী 
আট টার সময় আমরা টিকিট কাটি 
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি 
দশটার সময় বাড়ী পৌঁছাই গো 
সেই জেলায় বাড়ী 
অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি 
সত্যি কইরা বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ী 
সত্যি কইরা বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ী