ইন্দুবালা গো.ও.ও.ও 
তুমি কোন আকাশে থাকো, 
জোৎস্না কারে মাখো, 
কার উঠোনে পড়ো ঝড়িয়া 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
তোমারি প্রেমে পড়িয়া 
ইন্দুবালা গো, ইন্দুবালা গো। 
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, 
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে 
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, 
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
তোমারি প্রেমে পড়িয়া 
ইন্দুবালা গো, ইন্দুবালা গো 
 স্বৃতির ডালে সুখের 
পক্ষি ঘুমুর পইড়া নাচে, 
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে 
 একটু অপেক্ষা করুন  
স্বৃতির ডালে সুখের 
পক্ষি ঘুমুর পইড়া নাচে, 
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
তোমারি প্রেমে পড়িয়া। 
ইন্দুবালা গো.ও.ও.ও 
তুমি কোন আকাশে থাকো, 
জোৎস্না কারে মাখো, 
কার উঠোনে পড়ো ঝড়িয়া 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম 
তোমারি প্রেমে পড়িয়া 
ইন্দুবালা গো, ইন্দুবালা গো 
 ধন্যবাদ  
 লাইক দিতে ভুলবেন না