menu-iconlogo
huatong
huatong
--cover-image

তুমি রাখো কিবা মারো

বাউল গানhuatong
princeuche2001huatong
Lyrics
Recordings
তুমি রাখো কিবা মারো

এই দয়া করো

থাকিনা যেন দয়াল তুমায় ভুলিয়া

আমি তাকিনা যেন দয়াল

তুমায় ভুলিয়া

তুমি রাখো কিবা মারো

এই দয়া করো

থাকিনা যেন দয়াল তুমায় ভুলিয়া

আমি তাকিনা যেন দয়াল

তুমায় ভুলিয়া

আমি তুমার পাগল ভরসা কেমল

প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া

আমি তুমার পাগল ভরসা কেমল

প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া

লও যদি খবর হইতে পারি অমর

লও যদি খবর হইতে পারি অমর

তুমার নামের সুধা পান করিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

তুমি রাকো কিবা মারো

এই দয়া করো

তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

এই নিশি দিনে সয়নে সপনে

তুমার প্রানেতে আমার প্রান মিসাইয়া

এই নিশি দিনে সয়নে সপনে

তুমার প্রানেতে আমার প্রান মিসাইয়া

এই আন্দার রাইতে

কেউ নাই মোর সাতে

এই আন্দার রাইতে

কেউ নাই মোর সাতে

তুমি যদি নেও আমায়

পথ দেখাইয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

তুমি রাকো কিবা মারো

এই দয়া করো তাকিনা

যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

দয়াময় নাম তুমার জগতে প্রচার

জিবেরে দয়া করো ও বলিয়া

দয়াময় নাম তুমার জগতে প্রচার

জিবেরে দয়া করো ও বলিয়া

বাউল করিম বলে

রেখো চরন তলে

বাউল করিম বলে

রেখো চরন তলে

দিওনা মরে দয়াল পায় পেলিয়া

তাকিনা যেন তুমায় ভুলিয়া

তুমি রাকো কিবা মারো

এই দয়া করো তাকিনা যেন

তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

আমি তুমার পাগল ভরসা কেমল

প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া

আমি তুমার পাগল ভরসা কেমল

প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া

লও যদি খবর হইতে পারি অমর

লও যদি খবর হইতে পারি অমর

তুমার নামের সুধা পান করিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

তুমি রাকো কিবা মারো

এই দয়া করো

তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

তুমি রাখো কিবা মারো

এই দয়া করো

থাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল

তাকিনা যেন তুমায় ভুলিয়া

More From বাউল গান

See alllogo

You May Like